New Update
/anm-bengali/media/media_files/2025/10/12/screenshot-2025-10-12-am-2025-10-12-09-55-27.png)
নিজস্ব প্রতিনিধি: উত্তরের জেলাগুলিতে দুর্যোগের পরিস্থিতির পরে বিজেপির একাধিক নেতা সেখানে গিয়ে সাহায্যের কথা বলেছেন। এই পরিস্থিতিতে বারাসাতে শনিবার বিকেলে ত্রানের বাক্স হাতে নিয়ে বারাসাত বাজার ঘুরে অর্থ সংগ্রহ করলেন সুকান্ত মজুমদার। এদিন ওনার সাথে ছিলেন অসংখ্য বিজেপি নেত্রী কর্মীবৃন্দরা।
/anm-bengali/media/post_attachments/e5704165-f84.png)
এদিন বারাসাত চাঁপাডালি মোড় হয়ে বারাসাত ব্রিজের নিচে সমস্ত দোকানগুলিতে সাহায্যে আরজির জন্য হাত বাড়িয়ে দেন সুকান্ত মজুমদার।। দোকানগুলি তরফ থেকে দুহাত ভরে সাহার্য দেওয়া হয় ত্রাণ বাক্স।। এই সমস্ত ত্রাণ দুর্গত মানুষদের পৌঁছে দেওয়া হবে এদিন এমনটাই জানালেন সুকান্ত মজুমদার।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/06/dig-adv-2025-10-06-12-17-11.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us