New Update
/anm-bengali/media/media_files/FG8EQCMXWMPxZ4yqAkWY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majkumdar)। এখন সর্বত্র আলোচনা হচ্ছে রাম মন্দির নিয়ে। এদিকে সম্প্রতি রাম মন্দির নিয়ে প্রশ্ন করা হয় বাংলার মুখ্যমন্ত্রীকে। রাম মন্দিরে যাবেন কিনা? এই প্রশ্ন শুনেই মেজাজ হারান মমতা। এদিকে সুকান্ত মজুমদার বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু বিরোধী সেটা দিনে দিনে প্রকাশ পাচ্ছে। বাংলার মানুষ সবটা দেখতে পাচ্ছে, সবটা বুঝতে পারছে৷’
মুখ্যমন্ত্রী @MamataOfficial যে হিন্দু বিরোধী সেটা দিনে দিনে প্রকাশ পাচ্ছে। বাংলার মানুষ সবটা দেখতে পাচ্ছে, সবটা বুঝতে পারছে৷ #RamMandirAyodhya#raam#ModiHaiToMumkinHai#shameonmamatabanerjee#MamataBanerjeepic.twitter.com/pepJM1oePT
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 30, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us