/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার বালুরঘাটের বাঁধ ভাঙন নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,''পশ্চিমবঙ্গ সরকার এখানে ৩৪-৩৫ কোটি টাকা খরচ করেছে। কিন্তু এই প্রকল্পে ১২ মিমি’র চেয়েও পাতলা টিএমটি বার ব্যবহার করা হয়েছে। প্রকল্প শুরুর আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত ছিল। আমার মনে হচ্ছে এক্ষেত্রে সরকার নিজেই ১০ কোটি টাকা আত্মসাৎ করেছে।”
এরপর তিনি বলেন,''ইঞ্জিনিয়াররাও জানতেন না কোথায় বাঁধ তৈরি করা উচিত। তাই তারা জলবিজ্ঞানীদের পরামর্শ নিয়েছিলেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।”
#WATCH | Dakshin Dinajpur, West Bengal | On his visit to the spot where the embankment collapsed in Balurghat, Union Minister & West Bengal BJP president Sukanta Majumdar says, "The WB government invested Rs 34-35 crores here. The TMT bar is even smaller than 12 mm. Before the… pic.twitter.com/ZpcbMqjTr8
— ANI (@ANI) May 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us