/anm-bengali/media/media_files/jQF1IgQZU624Sb7TzXta.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : তৃণমূল সরকারের আমলে আর কী দেখার বাকি আছে? ভিডিও পোস্ট করে প্রশ্ন বিজেপি নেতা শান্তনু ঠাকুরের। তার পোস্ট করা ভিডিওটি মতুয়া ঠাকুরবাড়ির। অভিষেকের সফরের আগেই দিনভর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। শান্তনুর দাবি, ঠাকুরবাড়ির ঠাকুর নগরে শ্রীধাম মন্দিরের প্রাঙ্গণে মতুয়া সম্প্রদায়ের ভক্তদের উপর নির্দয়ভাবে আক্রমণ করা হয়। অভিযোগের তীর শাসক দলের দিকে। শান্তনু ট্যুইট বার্তায় লিখেছেন, ''আমি ,তৃণমূল আশ্রিত গুন্ডাদের এই লজ্জাজনক কাজের নিন্দা জানাই''। শান্তনুর পোস্টটিকে অস্ত্র করে তা রিট্যুইট করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ট্যুইট বার্তায় লেখেন, ''কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের সবচেয়ে শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতাদের নাম ভুল উচ্চারণ করে সমগ্র মতুয়া সম্প্রদায়কে অপমান করেছে।আর এখন তৃণমূলের গুন্ডা ভক্তদের ওপর হামলা চালাচ্ছে।আমি এর তীব্র নিন্দা জানাই। এটা প্রমাণ করে মুখ্যমন্ত্রী মতুয়াদের ঘৃণা করে।''
Few months back, CM @MamataOfficial
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 11, 2023
insulted the entire Matua community by mispronouncing the names of their most respected spiritual leaders.
And now TMC goons are attacking the devotees.
I strongly condemn this. This shows Didi hate Matuas. https://t.co/2uKzvwT8S2
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us