সুজয় ঘোষের দেহ এলো গ্রামে

সুজয় ঘোষের দেহ আনা হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-12 12.46.43 PM

নিজস্ব সংবাদদাতা: সুজয় ঘোষের দেহ আনা হলো গ্রামে। আর তাকে দেখতে ও শ্রদ্ধা জানাতে ভীড় হাজার হাজার মানুষের। শ্রদ্ধা জানালেন জেলাশাসক বিধান রায়,সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা । তার কফিন বন্দী দেহ আসতেই কান্নায় ভেঙ্গে পরে তার প্রিয়জনেরা । বক্রেশ্বর শ্মশানে হবে তার শেষকৃত্য ।