ভরতপুরে সুজিত বসু

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভরতপুরে সুজিত বসু।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-02 1.45.59 PM

নিজস্ব সংবাদদাতা: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ভরতপুরে এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার দুপুরে ভরতপুর এক নম্বর ব্লকের ইব্রাহিমপুর গ্রামে আসেন সুজিত বসু। তার সঙ্গে ছিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, ভরতপুর ১ ব্লক তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম সহ মোশাররফ হোসেন ও তৃণমূল নেতৃত্বরা।

উল্লেখ্য লাগতার বৃষ্টির ফলে কূয়ো নদীর জলস্তর বেড়ে ভরতপুরে বেশকিছু এলাকা জলভগ্ন অবস্থায় পরিণত হয়েছে। সেই জন্যই দুর্গতদের পাশে দাঁড়াতে শুকনো বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে জনগণের সুবিধা ও অসুবিধা জানতে ভরতপুরে এসেছিলেন মন্ত্রী সুজিত বসু।