Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/CQogGcbGb6Llth9vQqtM.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃসেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে চার ঘণ্টা ধরে খোঁজ ছিল না তিনজনের। অবশেষে তাঁদের নিথর দেহ উদ্ধার হল। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় খয়রাশোলের হজরতপুরে হইচই শুরু হয়। কান্নায় ভেঙে পড়েছেন বাড়ির লোকেরা। মৃত তিনজনের নাম বীরবল বাদ্যকর (৪৫), সনাতন ধীবর (৪৮) ও অমৃত বাগদী (৩২)।
জানা গিয়েছে, ঘটনার পর সিউড়ি থেকে আনা হয় দমকলবাহিনী। আনা হয় অক্সিজেন সিলিন্ডারও। উদ্ধার কাজ শুরু হওয়ার পর একে-একে উঠে আসে ৩ জনের নিথর দেহ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us