New Update
/anm-bengali/media/media_files/2025/05/14/zZsqFNaowI9pGucpK8xx.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: শাক-সবজির মতো এবার সুলভ মূল্যে মিলবে যে কোনও মাছ। মাছ পছন্দ করেন অথচ বাজারে দামের জন্যে কিনতে পারেন না; এবার সেই সব মাছই সুফল বাংলা মৎস্য স্টলে মিলবে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, এবার বিভিন্ন জায়গায় খুলে গেল সেই স্টলগুলি।
/anm-bengali/media/media_files/2025/05/14/wE1DjcbbBhNLSaZBPgtq.jpeg)
/anm-bengali/media/media_files/2025/05/17/21ko9ppu-118172.jpg)
শিলিগুড়িতে প্রথম এই সুলভ মূল্যের সুফল বাংলা মৎস্য স্টলের সূচনা হয়। এরপর রাজ্যের বিভিন্ন এলাকায় মোট ২০০টি এমন ধরনের স্টল ধীরে ধীরে সুচনা হবে বলে জানা যাচ্ছে। আজ উত্তর ২৪ পরগণা জেলায় ৪ নং ভেড়ীর কাছে মৎস্য মন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরীর হাত ধরেই সূচনা হল এই সুফল বাংলা মৎস্য স্টলটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এই স্টলগুলি সম্পর্কে মৎস্য মন্ত্রী কি বললেন আসুন, শুনে নিই -
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us