আচমকাই মাথায় ভেঙে পড়ল পাখা!

ব্যাঙ্কের ভিতর দাঁড়িয়ে থাকা এক গ্রাহকের মাথায় খুলে পড়ল সিলিং ফ্যান। ঘটনায় জখম গ্রাহককে উদ্ধার করে ভর্তি করা হল হাসপাতালে।ঘটনায় চাঞ্চল্য চন্দ্রকোনার খিড়কিবাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ড খিড়কিবাজার এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।

author-image
New Update
bank

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর :ব্যাঙ্কের ভিতর দাঁড়িয়ে থাকা এক গ্রাহকের মাথায় খুলে পড়ল সিলিং ফ্যান। ঘটনায় জখম গ্রাহককে উদ্ধার করে ভর্তি করা হল হাসপাতালে।ঘটনায় চাঞ্চল্য চন্দ্রকোনার খিড়কিবাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।মঙ্গলবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৪ নং ওয়ার্ড খিড়কিবাজার এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।জখম গ্রাহকের নাম রণজিৎ দাস(৪৫),বাড়ি খিড়কিবাজার এলাকাতেই।তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জখম ওই গ্রাহকের পরিবার জানায়,ব্যাঙ্কে পাশবই আপডেট করতে গিয়েছিলেন রণজিৎ দাস,ব্যাঙ্কের ভিতরে বই আপডেট মেশিনের সামনে দাঁড়িয়ে ছিলেন রণজিৎ দাস।আর সেসময় মাথার উপরে থাকা ব্যাঙ্কের একটি সিলিং ফ্যান খুলে আচমকাই তার মাথায় পড়ে যায়।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে  অন্যান্য গ্রাহকরা।তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় ও পরিবারের লোকজন।জখম ওই গ্রাহকের পরিবারের অভিযোগ,ব্যাঙ্কের ভিতরে এমন একটি ঘটনা ঘটলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিশেষ  নজর দেয়নি,তাই তারা চন্দ্রকোনা থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।যদিও এই ঘটনায় ব্যাঙ্কের তরফে কোনো প্রতিক্রিয়া দিতে চাইনি।খবর পেয়ে হাসপাতালে এবং ব্যাঙ্কে যান স্থানীয় কাউন্সিলর গোবিন্দ দাস।এই ঘটনায় ব্যাঙ্কের বিরুদ্ধে চরম অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ দাস।