মুহুর্তের আগুনে সব শেষ গোলগ্রামে

হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
l898op

File Picture

নিজস্ব সংবাদদাতা: দাউ দাউ করে জ্বলছে আগুন, মুহুর্তের মধ্যে পুড়ে ছাই প্যান্ডেলের গোডাউন, দমকল আসার আগেই সব শেষ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোলগ্রাম অডিটোরিয়াম হলের পাশেই একটি প্যান্ডেলের গোডাউনের। 

গতকাল রাত্রী সাড়ে ১০ টা নাগাদ হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই প্যান্ডেলের সরঞ্জাম। খবর যায় ডেবরা থানায়। ঘটনার খবর পেতেই ডেবরা থানার পুলিশ ও দমকল আসে ঘটনাস্থলে। ততক্ষণে আগুনের গ্রাসে সব শেষ। তবে দমকল এসে আগুনটি নিভিয়ে দেয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই ঘটেছে এই ঘটনা।