New Update
/anm-bengali/media/media_files/2025/05/01/KxhBOXrcCUpmUMAgcJI5.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দাউ দাউ করে জ্বলছে আগুন, মুহুর্তের মধ্যে পুড়ে ছাই প্যান্ডেলের গোডাউন, দমকল আসার আগেই সব শেষ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৮ নং গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোলগ্রাম অডিটোরিয়াম হলের পাশেই একটি প্যান্ডেলের গোডাউনের।
/anm-bengali/media/post_attachments/931ba359-3d8.png)
গতকাল রাত্রী সাড়ে ১০ টা নাগাদ হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই প্যান্ডেলের সরঞ্জাম। খবর যায় ডেবরা থানায়। ঘটনার খবর পেতেই ডেবরা থানার পুলিশ ও দমকল আসে ঘটনাস্থলে। ততক্ষণে আগুনের গ্রাসে সব শেষ। তবে দমকল এসে আগুনটি নিভিয়ে দেয়। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই ঘটেছে এই ঘটনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us