/anm-bengali/media/media_files/2025/05/16/TgGNGXFMTorJrCpi0FmT.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার অর্থাৎ ১৫ মে সল্টলেক বিকাশ ভবনে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশ নির্বিচারে লাঠি চালায়। এর প্রতিবাদে ধিক্কার জানিয়ে শুক্রবার এসইউসিআই (কমিউনিস্ট) দলের রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/2025/05/16/ynXuWcBFNdnqz3Zd3cRp.jpeg)
নিমতৌড়িতে দলের কর্মী সমর্থকরা প্রতিবাদ মিছিলে সামিল হন। নিমতৌড়ি চৌরাস্তা সহ তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক বরাবর দলের কর্মীরা মিছিল করেন। বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য স্থানীয় সম্পাদক অনুপ মাইতি, সৌমিত্র পট্টনায়ক। তারা বলেন, শিক্ষক নিয়োগে সরকার সীমাহীন দুর্নীতি করেছে। এতে লজ্জা পাওয়ার কথা, তা না পেয়ে যে যোগ্য শিক্ষকরা এই অসহ্য গরমে কলকাতার রাস্তায় অবস্থান করছেন, যাদের বেঁচে থাকার গ্যারান্টি আজকে সরকার কেড়ে নিয়েছে - তাদের উপরেই বর্বর আক্রমণ নামিয়ে আনছে। এই আক্রমণ কেবল শিক্ষকদের উপর নয় এই আক্রমণ শিক্ষার উপর। ফলে সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তাঁরা আহ্বান জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us