/anm-bengali/media/media_files/TpsU2vxIQ11SxDLvUQjV.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল চলল মেদিনীপুর শহরেও। বিচার চাই, দাবি জানিয়ে এসইউসিআই ও মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকরা শহরে মিছিল করে। নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে শনিবার এসইউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মেদিনীপুর শহরে রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে সংক্ষিপ্ত সভার পর একটি মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক নারায়ন অধিকারী। তিনি বলেন, "ঘটনা ঘটার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে ও দোষীদের আড়াল করার চেষ্টা করে। আমাদের সংগঠন সহ চিকিৎসকরা ক্ষোভে ফেটে পড়লে বাধ্য হয়ে ময়নাতদন্ত করে। ছাত্রীর দেহে একাধিক নৃশংস অত্যাচারের প্রমান মেলে। দোষীদের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি।" বেলদাতেও প্রতিবাদ মিছিল করে এসইউসিআই। পাশাপাশি ছাত্র সংগঠন ডিএসও'র ডাকে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে ছাত্র ধর্মঘট পালিত হয়। অন্যদিকে মেদিনীপুর হাসপাতালে বিক্ষোভ দেখালো জুনিয়র চিকিৎসকরা। পরে মেদিনীপুর শহরে মিছিল করা হয়। তাদের অভিযোগ, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে যা ঘটেছে মেদিনীপুরে যে ঘটবে না তার কোন নিশ্চয়তা নেই। এর আগে রোগীর আত্মীয়দের হাতে মার খাওয়ার ঘটনা বহু ঘটেছে। কিন্তু এবারের এই ঘটনা ন্যক্কারজনক। বিভিন্ন দাবি সম্মিলিত হাতে লেখা পোস্টার নিয়ে তারা পথে নামেন বিচারের দাবিতে। তারা জানিয়েছেন, মেদিনীপুর হাসপাতালেও নিরাপত্তার অভাব রয়েছে। দাবি না মিটলে আন্দোলন জারি থাকবে। তবে আরজি করের ঘটনায় ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
/anm-bengali/media/media_files/BXH09yDHUROVdb3qSFdV.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us