New Update
/anm-bengali/media/media_files/2025/04/29/bhgEBCbgHQRzDBTI97RB.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আবারও জটিল অপারেশনে সাফল্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পাশের রাজ্য থেকেও চিকিৎসার জন্য ছুটে আসছে বহু মানুষ।
ঝাড়খণ্ডের কাটিন- এর বাসিন্দা বুদ্ধেশ্বর দত্ত (৫৩) বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করালেন। ওভারওয়েট, হার্টের সমস্যা, লিভার বড় ইত্যাদি নানা শারীরিক প্রতিকূলতার মধ্য দিয়েও ল্যাপরোস্কোপির মাধ্যমে গলব্লাডার অপারেশন হল পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এখন আর কথায় কথায় ছুটতে হয় না চিকিৎসার জন্য কলকাতা বা ঝাড়খণ্ড। উল্টে ঝাড়খণ্ডের মানুষই আসছে চিকিৎসার জন্য পুরুলিয়ায়। গত কয়েক বছরে পুরুলিয়ার চিকিৎসা ব্যবস্থা বেশ ভালো জায়গায় পৌঁছেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us