এই জেলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন- কর্মীদের ২১ জুলাইয়ের আমন্ত্রণে বললেন সুব্রত বক্সি

আর কি দাবি করলেন তৃণমূলের রাজ্য সভাপতি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-08 at 6.01.49 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মীদের সঙ্ঘবদ্ধ ও ঐক্যবদ্ধ হয়ে একুশে জুলাই এর সভাতে পৌঁছানোর কথা বললেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। 

আগামী একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সভা। সেই সবার প্রস্তুতি সভা ছিল সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অডিটোরিয়ামে। সেখানে উপস্থিত হন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মুখপাত্র জয়প্রকাশ মজুমদারসহ অন্যান্য নেতৃত্ববর্গ। রাজ্য সভাপতি সুব্রত বক্সি তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মঞ্চে বক্তব্যে বলেন, "বাংলার মাটিতে বহু রাজনৈতিক খেলা চলেছে। বহু চলন-বলন চলেছে। কিন্তু মনে রাখবেন নির্বাচনে আমাদের সকলকে জয়যুক্ত হতে হবে। সর্বস্তরের সহকর্মীদের আবেদন করব। আপনারা আসুন। ওখানে খাওয়া-দাওয়া, থাকার ব্যবস্থা থাকবে। আপনারা আসুন সংঘবদ্ধভাবে। এই জেলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, বাংলার মাটিতে একটা দুর্বিষহ জেলাকে আঁকড়ে ধরে তিনি যা করেছেন তার হয়ে জবাব দিতে আপনারা লক্ষ লক্ষ মানুষ হাজির হবেন এই আশা আকাঙ্খা আমাদের আছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব সর্বস্তরের সহকর্মীরা সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে পায়ে পায়ে হেঁটে ধর্মতলার মঞ্চে উপস্থিত হবেন"।

tmc