মহাষ্টমী : মা দুর্গাকে পুষ্পার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর

পুষ্পাঞ্জলি থেকে ধুনুচি আরতি, মহাষ্টমীতে ধুতি-পাঞ্জাবিতে ধরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaa

নিজস্ব সংবাদদাতা : রবিবার দুর্গাপুজোর মহাষ্টমী। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে পুষ্পাঞ্জলি। সারা বছর এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে বাঙালিরা। নতুন পোশাকে অঞ্জলি দেওয়ার আনন্দই আলাদা।  ঠিক সেই মতোই দেবী দুর্গাকে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি বার্তা দিয়েছেন, ''মহাঅষ্টমী উপলক্ষ্যে, আজ সকালে আমি কান্তাই নন্দনিকের পূজা প্যান্ডেলে  মা দুর্গাকে দর্শন করি এবং তাকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।রীতি অনুযায়ী এদিন পুষ্পার্ঘ্য পূজা অনুষ্ঠিত হয় এবং সকলের মঙ্গল কামনা করে দেবী মায়ের কাছে প্রার্থনা করি।জয় মা দুর্গা।''

hiring 2.jpeg