New Update
/anm-bengali/media/media_files/2025/11/15/9e32bd0d-c37b-4447-8738-e32db506939a-2025-11-15-10-56-30.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমার মহকুমাশাসক হিসেবে যোগ দিয়েছেন আইএএস সুরভি সিংলা। ইতিমধ্যে তিনি বিভিন্ন ব্লকে ঘুরে ঘুরে কাজ কর্ম খতিয়ে দেখতে শুরু করেছেন। এসআইআর নিয়েও তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন। আর তার মধ্যেই এলাকার অনান্য কী কী কাজ হচ্ছে, কী করা দরকার আছে সেই গুলি জানতেই তিনি সবংয়ে হাজির হন। সবংয়ের বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনান্য জন প্রতিনিধিদের নিয়ে সবং একাধিক এলাকা ঘুরে দেখেন মহকুমাশাসক সুরভি সিংলা। সবং ব্লকের মাদুর হাব,কৃষক বাজার, সহ একাধিক জায়গা তিনি ঘুরে দেখেন। তাকে শুভেচ্ছা জানান সবংয়ের বিশিষ্ট নেতা বিকাশ রঞ্জন ভুঁইয়া সহ অনান্যরা।
/anm-bengali/media/post_attachments/0b1a6518-0e5.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us