New Update
/anm-bengali/media/media_files/2025/06/05/idiUDjINWHdlWmQAVmws.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষ্যে চারাগাছ নিয়ে ঘাটালের কুশপাতা থেকে ১৫ কিলোমিটার সাইকেল চালিয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে গাছ লাগাতে পৌঁছলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। "সাইকেল চালান সুস্থ থাকুন", "গাছ লাগান পৃথিবীকে সুস্থ রাখুন"- পরিবেশের প্রতি মানুষকে এমন বার্তা দিতে মহকুমা শাসকের এই সাইকেল যাত্রা কর্মসূচি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us