নিজস্ব প্রতিনিধি: কৃষি দপ্তরের আধিকারিককে নিয়ে মহকুমা শাসক পৌঁছে যান চন্দ্রকোনার ক্ষীরপাই এলাকায় সারের দোকানে। সেখানে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানতে পারেন অধিক দামে সার বিক্রি করছেন দোকানদার। পরে মহকুমা শাসক দাঁড়িয়ে থেকে কৃষকদের ন্যায্য মূল্যে রাসায়নিক সার বিক্রি করান।
দোকান থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে দোকানদারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "আপনার দোকান বন্ধ করে দেওয়া হবে আপনি তো দিনে ডাকাতি করছেন। কেনও সরকারি ভর্তুকি দেওয়া সার বেশি দামে বিক্রি করছেন"।
চন্দ্রকোনা একাধিক দোকানে অভিযান চালানো হয় এদিন। আগামী দিনগুলিতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। খুচরো ব্যবসায়ীরা দাবি আড়তদারের কাছ থেকে বেশি দামে তাদেরকে সার কিনতে হচ্ছে। ব্যবসায়ীর কাছ থেকে আড়তদারের নামও নথিভুক্ত করেন মহকুমা শাসক। কৃষকদের সচেতন হয়ে ন্যায্য মূল্যে সার কেনার দাবি জানান তিনি। প্রয়োজনে মহকুমা শাসকের ফোন নাম্বারে যোগাযোগ করতেও আবেদন জানান মহকুমা শাসক সুমন বিশ্বাস।