পড়ুয়াদের জন্য নিজস্ব ব্যাঙ্ক! 'জাতীয় শিক্ষক পুরস্কার' পাচ্ছেন ভারপ্রাপ্ত শিক্ষিকা

কোথায় আছে এমন স্কুল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-26 at 9.25.07 AM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে সরকার পোষিত এই প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে পড়ুয়াদের নিজেদের ব্যাঙ্ক, হাসপাতাল ও অডিটোরিয়াম। শিশুদের জন্য আছে স্মার্ট ক্লাসরুমও। শুধু কি তাই? এই স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের হাতেই তৈরি করে 'শিখন শিক্ষণ উপকরণ' (TLM)। কয়েকমাস আগে সমগ্র শিক্ষা মিশনের সেই প্রতিযোগিতায় প্রথম স্থানও অধিকার করেছে তারা। অতি সম্প্রতি জেলা প্রশাসন ও জেলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত 'বাল্যবিবাহ' প্রতিরোধের বার্তাবহ শর্ট ফিল্ম প্রতিযোগিতাতেও খড়গপুর গ্রামীণের হিজলি সংলগ্ন এই কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছে। আর সেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা (টিচার ইন-চার্জ) তনুশ্রী দাস আগামী ৫ সেপ্টেম্বর (শিক্ষক দিবস) 'জাতীয় শিক্ষক পুরস্কার'- এ ভূষিত হতে চলেছেন। এর আগে ২০২০ সালে রাজ্য সরকারের 'শিক্ষারত্ন' পুরস্কারও পেয়েছেন তিনি। 'জাতীয় শিক্ষক পুরস্কার' পাওয়ার খবর পেয়ে তনুশ্রী ম্যাডাম বলেন, "খুব খুশি। যে স্কুলকে নিয়ে এগিয়ে চলা, সেই স্কুলে বসেই সুখবরটা পেলাম। এর পুরো কৃতিত্ব আমার টিমের। আমার ছাত্র-ছাত্রী, সহকর্মী ও গ্রামবাসীদের জন্যই এই সাফল্য। সকলের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারতাম না"।

WhatsApp Image 2025-08-26 at 9.25.07 AM (1)