শৌচালয়ে লুকিয়ে ধূমপান ছাত্রের, ধরে ফেলায় শিক্ষক-শিক্ষিকাদের মারধরের হুমকি

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-01 at 1.50.49 PM

হরি ঘোষ, দুর্গাপুর: স্কুলের শৌচালয়ে ঢুকে লুকিয়ে ধূমপানের অভিযোগ ছাত্রের বিরুদ্ধে। হাতে নাতে ধরে ফেলায় এবার পাল্টা স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের মারধরের হুমকির অভিযোগ ছাত্রের পরিবারের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের সরকারি স্কুল নেপালীপাড়া হিন্দি হাইস্কুল চত্বরে। ছাত্রের পরিবারের এই হুমকিতে এখন ভয়ে রয়েছে দুর্গাপুরের সরকারি স্কুল নেপালী পাড়া হিন্দি হাইস্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্থানীয় কোকওভেন থানার পুলিশকে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষক কলিমুল হকের।

যদিও অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি ঐ ছাত্রের পরিবারের। স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ তোলে ছাত্রের পরিবার। স্থানীয় পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা না নেওয়াতে এবার আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনারকে মেল মারফত ফের লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক কলিমুল হক।

smokingragging