আসছে ছাত্র নির্বাচন, প্রস্তুতি শুরু TMCP-র অন্দরে

আদালতের এই পর্যবেক্ষণের পরে ফের চাঙ্গা হয়েছে রাজ্যের ছাত্র রাজনীতি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tmcp

File Picture

নিজস্ব সংবাদদাতা: পাঁচ বছর পেরিয়ে রাজ্যে ছাত্র সংসদ নির্বাচনের দামামা অবশেষে বেজে উঠল। কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার ও শাসক দল। দীর্ঘ সময় ধরে স্থগিত থাকা ছাত্র ভোট নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তোড়জোড়।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে রাজ্য সরকারকে। আদালতের এই পর্যবেক্ষণের পরে ফের চাঙ্গা হয়েছে রাজ্যের ছাত্র রাজনীতি।

শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ইতিমধ্যেই জেলাওয়ারি সাংগঠনিক রিপোর্ট জমা দিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে। চলতি বছর ২৮ অগস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের আগেই সব কলেজে নতুন ইউনিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

tmcpro1

সূত্রের খবর, অভিযুক্ত নেতাদের কলেজ ইউনিট থেকে সরানো হচ্ছে। নতুন ইউনিটে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সভাপতির দায়িত্ব দেওয়া হবে। ছাত্রীদের প্রাধান্য দেওয়া হবে ইউনিট নেতৃত্বে। প্রতিটি জেলায় নিযুক্ত করা হবে এক জন করে রাজ্য পর্যবেক্ষক। ক্যামাক স্ট্রিটে জমা পড়েছে টিএমসিপির স্টেটাস রিপোর্ট।

প্রসঙ্গত, ২০১৭ সালে শেষবার ছাত্র সংসদ নির্বাচন হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে। ২০১৯ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়। ২০২০ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়। এরপর পাঁচ বছর কেটে গেলেও রাজ্যে কোনও ছাত্র ভোট হয়নি। তাই এবার ছাত্র নির্বাচন নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে টিএমসিপির অন্দরে।