ছাত্রীর স্বপ্নপূরণে পাশে বারাসাত জেলা পুলিশ

'ওই মেধাবী ছাত্রীর পাশে থাকতে পেরে আমরা গর্বিত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে বারাসাত জেলা পুলিশ জানতে পারে যে শাসন থানার বাসিন্দা এক জন মেধাবী ছাত্রী, যিনি লেক টাউন কলেজ থেকে বিএ ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছেন, তিনি আর্থিক অনটনের কারণে এম.এ. পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না। তার বাবা একজন দিনমজুর এবং তারা একটি ছোট কুঁড়েঘরে বসবাস করেন তবুও তিনি উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন।

এই পরিস্থিতি জানতে পেরে গত ০২.০৮.২০২৫ তারিখে বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে ওই ছাত্রীর এম.এ. ভর্তি বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পুলিশের দাবী, “বিশ্বাস করি, স্বপ্নের পথ কখনও থেমে থাকা উচিত নয় শুধুমাত্র টাকার অভাবে। ওই মেধাবী ছাত্রীর পাশে থাকতে পেরে আমরা গর্বিত”।

WhatsApp Image 2025-08-08 at 15.29.59