/anm-bengali/media/media_files/2025/06/02/8NxkJrUjJ4vejrkLzdoZ.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: পাঁশকুড়া থানার অন্তর্গত সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতের কাঁটাবনী শাসন এলাকার বছর ২২- এর পড়ুয়া কোয়েল অধিকারীর মৃত্যুতে চাঞ্চল্য। সে বর্ধমান ইউনিভার্সিটি থেকে জুয়োলজিতে এম এসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল। কোয়েল একটি ছাত্রী নিবাসে থাকত। গত রবিবার ভোর ৪.৩০ টের সময় বাড়ি থেকে বেরিয়ে তার ছাত্রী নিবাসে যায়। পৌঁছে বাড়িতে ফোনও করেছিল সে। দুপুরে খাওয়া-দাওয়ার পর থেকেই আর যোগাযোগ করা যায়নি তার সঙ্গে। পরে কোয়েলের এক বান্ধবীর কাছ থেকে কোয়েলের মা জানতে পারেন যে তার মেয়ে ছাত্রী নিবাসের বাথরুমের ভেতরে সুইসাইড করেছে।
কোয়েলের মা দাবি করেন যে কেউ তার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে। তবে সেইরকম ওর কোনো শত্রুতা ছিল না। পড়াশোনা নিয়েও মানসিক চাপে ছিল মেয়ে। মাঝে পড়াশুনো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল সে। তারা চান এর সঠিক তদন্ত হোক"।
/anm-bengali/media/media_files/2025/05/05/Ufadah1Lvcad4hck5iW7.jpeg)
/anm-bengali/media/media_files/rWSf1YdotY34Kqghj1dL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us