"মা আমি চুরি করিনি"! বিষ খেয়ে আত্মহত্যা ক্লাস সেভেনের পড়ুয়ার

মর্মান্তিক কাণ্ড ঘটল।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-05-22 at 4.32.58 PM

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: চুরির অপবাদে আত্মহত্যা করল এক পড়ুয়া। পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজারের সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস রবিবার বাজারে চিপস কিনতে বেরিয়েছিল। কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না। এমনকি দোকানদারকে বারবার ডেকেও সাড়া না পেয়ে দোকানের বাইরেই চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। সে বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত যে পেশায় সিভিক ভলান্টিয়ার সে ছেলেটিকে দেখতে পেয়ে মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পেছনে। কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় এবং সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে ওঠবস করায়। মারধর করারও অভিযোগ ওঠে। সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও নাকি মিটিয়ে দেয়। ঘটনা প্রাথমিকভাবে শুনে কৃষ্ণেন্দুর মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। চোর অপবাদ না সহ্য করতে পেরে একটি সুইসাইডাল নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় কৃষ্ণেন্দু। তারপরই তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আজ সকালে মারা যায় কৃষ্ণেন্দু দাস। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দীক্ষিতের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। কোনওরকম সিসিটিভি ফুটেজও দেখাতে রাজি হয়নি শুভঙ্কর। এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে কিভাবে আইন সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও আইন নিজের হাতে তুলে নিল শুভঙ্কর? তার শাস্তির দাবি তুলছে এলাকাবাসী।

digad

death