New Update
/anm-bengali/media/media_files/1e2mdv3dcFOXBpsk2cv6.jpg)
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায় মোবাইল দেখা নিয়ে বাবা-মায়ের বকুনি খায় দশম শ্রেণীর এক পড়ুয়া। আর তাতেই রাগের মাথায় বিষের ডিবা নিয়ে বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকা একটি লরির ছাদে গিয়ে, রাতের অন্ধকারে বিষ খেয়ে আত্মঘাতী হল ওই দশম শ্রেণীর পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম বুদ্ধদেব মন্ডল। বয়স-১৬। চাঁদকুড়ি ইউনিয়ন হাইস্কুলের পড়ুয়া বুদ্ধদেব।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/05/whatsapp-image-2025-10-05-a-2025-10-05-18-36-34.jpeg)
গতকাল রাতে মোবাইল দেখার সময় বুদ্ধদেবকে তার বাবা-মা বকুনি দেয়। তারপরেই রেগে এই ঘটনা ঘটায় বুদ্ধদেব। বাড়ির চারদিকে খোঁজ খবর করার পর সকালে লরির ছাদ থেকে বুদ্ধদেবের মৃতদেহ উদ্ধার করে সবং থানার পুলিশ। এরপর আজ রবিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তে পাঠায় সবং থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরো পরিবারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us