/anm-bengali/media/media_files/9sUE7ghluPapHO9B1Y5a.jpg)
রাতের দিঘা
দিগ্বিজয় মাহালী, দিঘা : কয়েকদিনে তাপমাত্রা পৌঁছিয়েছে উচ্চশিখরে। অস্বস্তিকর গরমে শান্তির খোঁজে রাজ্যের বহু পর্যটক
ভিড় জমিয়েছেন সমুদ্র সৈকত দিঘাতে। দিনের রৌদ্র মাখা সমুদ্র সৈকতের ঝোড়ো হাওয়া কিছুটা অস্বস্তিকর, তাই রাত্রি হলেই
অধিকাংশ পর্যটক ভিড় করেন সমুদ্র তীরে। গরমের প্রভাবে বিগত কয়েকদিনে তেমন কোনো জলোচ্ছ্বাসের সমারহ দেখার
আনন্দ জোটেনি পর্যটকদের ভাগ্যে, কিন্তু বুধবার রাতের দীঘার সমুদ্রে হঠাৎ প্রবল জলোচ্ছ্বাসে মুগ্ধ পর্যটকেরা। রাত ১০ টার
পর, হঠাৎ জলোচ্ছ্বাস দেখতে পাবেন তা আশা করেননি কেউই, প্রবল জলোচ্ছ্বাসে গার্ডওয়াল টপকে সমুদ্রের নোনা জল প্লাবিত
হয়েছে পর্যটকদের কাছ পর্যন্ত। প্রশাসনিকভাবে রাতে সমুদ্রসৈকতে নামতে দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। পর্যটকরা সমুদ্রে না
নামতে পারলেও জলোচ্ছ্বাস পৌঁছে গিয়েছিল তাদের কাছে। এ যেন বিনা মেঘে বৃষ্টি শুরু হওয়ার মত আকস্মিক ঘটনা বলে
দাবি পর্যটকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us