New Update
/anm-bengali/media/media_files/eWAN3XHTKAAnka3GU1Vt.jpg)
নিজস্ব সংবাদদাতা : আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আকাশের মুখ কালো। পশ্চিম মেদিনীপুর বৃহস্পতিবার বিকেলে সাক্ষী থাকলো ব্য়াপক ঝড়-বৃষ্টির। প্রচণ্ড গরমের মাঝে কয়েক পশলার বৃষ্টিতে ফিরলো স্বস্তি। তবে, যান চলাচল করছে মন্থর গতিতে। সেক্ষেত্রে যানজটের সৃষ্টি হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us