তীব্র গরমে শুনসান রাস্তাঘাট! পেটে টান টোটো চালকদের

রাজ্যে জারি রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। খনি অঞ্চলে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। রাস্তায় নেই মানুষ। প্রভাবিত বাস ও টোটো পরিষেবা। হচ্ছে না লক্ষ্মীলাভ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ৈ

হরি ঘোষ, অন্ডাল : তীব্র গরমে পুড়ছে রাজ্য। রাজ্যের পাশাপাশি খনি অঞ্চলেও বেড়েছে তাপমাত্রা। তাপমাত্রা ৪০ পেরিয়ে ৪১-৪২ ডিগ্রিতে পৌঁছিয়েছে খনি অঞ্চল অন্ডালের উখড়া এলাকায়। খুব প্রয়োজন ছাড়া মানুষ সেভাবে বাজারে বের হচ্ছে না গরমের কারণে। আরে বাজার মানুষজন না থাকায় খাঁ খাঁ করছে বাজার। সকাল থেকেই গরমের তীব্রতা চড়া থাকায় বইছে লু । আর গরমের কারণেই বাজারের পাশাপাশি মার খাচ্ছে বাস ও টোটো চালকদের উপার্জনও । সেভাবে প্যাসেঞ্জার দেখা যাচ্ছে না বাসে ও টোটোতে। এক টোটো চালক জানান, পেটের টানে প্রচন্ড রোদ গরম মাথায় রেখেই বের হচ্ছেন টোটো নিয়ে, কিন্তু সারাদিন হাতে গোনা কয়েকটা প্যাসেঞ্জার ছাড়া সেভাবে কপালে জুটছে না লক্ষ্মী। এক কথায় তীব্র গরমের কারণে সকাল থেকে রাত পর্যন্ত সেভাবে টোটো চালিয়ে লাভের মুখ দেখতে পাচ্ছেন না টোটো চালকরা। অঞ্চলের মানুষের পাশাপাশি সকলেই এখন চাইছেন বরুণ দেবের কৃপা। কবে বৃষ্টি নামবে, পরিস্থিতি ঠান্ডা হবে? এই ভাবনাতেই দিন কাটছে খনি অঞ্চলবাসীর। টোটো চালকরা জানান, বাস  দূর- দূরান্ত পর্যন্ত চলার কারণে বাসে মোটামুটি প্যাসেঞ্জার থাকলেও প্যাসেঞ্জার নেই টোটোতে । কারণ টোটো একেবারেই স্থানীয় এলাকার ওপর ভিত্তি করেই চলে। অন্যান্য সময় যেখানে সারা দিনে টোটো চালিয়ে ৪০০ থেকে ৫০০ টাকার নিয়ে বাড়ি ফিরতেন টোটো চালকরা, সেখানে তীব্র গরমের কারণে ২০০টাকাও পার করতে পারছেন না । গরমের কারণে মানুষ বের হচ্ছে না বাইরে। সে কারণেই এই অবস্থা ।