এজেন্ট বসাতে বাধা! সরকারি আধিকারিকদের জানিয়েও লাভ হচ্ছে না! বিস্ফোরক এই নেতা

আজ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
xvbbcvx40.jpg

নিজস্ব সংবাদদাতাঃ খড়গপুর শহরে ২৪ নম্বর ওয়ার্ডে ১২৬ নম্বর বুথে ভোট দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট। ভোট দিয়ে বেরিয়ে এসে বিপ্লব বলেন, ভোট নিজেকেই দিলাম। তাঁর অভিযোগ, সাবরা, ছেড়ুয়া, এগরার বিচ্ছিন্ন কিছু এলাকায় এজেন্ট বসাতে বাধা দেওয়া হয়েছে।

xvbbcvx39.jpg

অভিযোগের আঙ্গুল শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকেই তুলেছেন বিপ্লব। তাঁর আরও অভিযোগ, সরকারি আধিকারিকদের এবং পর্যবেক্ষককে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে স্পর্শকাতর এলাকায় নজরদারি চালানো হচ্ছে না। তবে ভোট এখনো পর্যন্ত উৎসবের মেজাজে চলছে।

Add 1