/anm-bengali/media/media_files/2025/05/16/1kkBVwERaDCl1C3c2ajM.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের ঝাড়খণ্ড সীমান্তবর্তী কষা ফলিয়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে একটি সহায়তা ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গ্রামবাসীদের মধ্যে বাল্যবিবাহ, সাইবার অপরাধ এবং ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।
শিবিরে উপস্থিত ছিলেন জাম্বনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আই.সি) অভিজিৎ বসু মল্লিক। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের কুফল, সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার উপায় এবং ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার বক্তব্য গ্রামবাসীরা মনোযোগ সহকারে শোনেন ও তা গ্রহণ করেন।
/anm-bengali/media/post_attachments/02b06253-034.png)
এই কর্মসূচির একটি বিশেষ দিক ছিল এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রীদের সংবর্ধনা প্রদান। আই.সি অভিজিৎ বসু মল্লিক নিজে হাতে মেধাবী ছাত্রীদের সম্মাননা প্রদান করেন। পাশাপাশি, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে, তাদের পড়াশোনার খরচে সহায়তা করার আশ্বাসও দেন তিনি। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট উৎসাহিত হন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us