New Update
/anm-bengali/media/media_files/Yvidj06y3gDk7YNBck4N.jpg)
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: কদিন আগেই পশ্চিম মেদিনীপুর (Medinipur) জেলার মাদপুর সংলগ্ন মইশা এলাকায় মনসা পূজা ও মেলা চলছিল।সেই মেলাতে একাধিক মোবাইল (Mobile) চুরি হয়ে যায়। এই ঘটনার পর খড়গপুর জিআরপি জেলা থেকে চুরি যাওয়া ৩২ টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ২২জন অভিযুক্তকে গ্রেফতার হয়েছে। জানা গেছে, এই ঘটনার পর মূল অভিযুক্তদের শীঘ্রই পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us