/anm-bengali/media/media_files/2025/07/30/whatsapp-image-2025-07-30-at-153720-2025-07-30-21-05-28.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারের সুযোগে অ্যাসবেস্টারের চালা ভেঙে দোকানে চুরি হয়ে গেল লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে অন্ডালের কাজরা ব্রিজ সংলগ্ন একটা বাজারের দোকানে। চুরি গেছে নগদ টাকা সহ দোকানের বেশ কিছু জিনিসপত্র।
একটা সময় ছিল চোরের উপদ্রব ঠেকাতে এলাকায় এলাকায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা হচ্ছিল। খনি অঞ্চলের বহু এলাকায় পুলিশ সিসিটিভি লাগিয়েছে। এছাড়াও বহু আবাসন এলাকাই নিজেরা খরচা করে সিসিটিভি লাগিয়েছেন। উদ্দেশ্য একটাই সিসিটিভি থাকলে তার ভয়ে চোরের উপদ্রব কমবে। কেননা চুরি করতে এলে সিসিটিভিতে ধরা পড়বে চোরের গতিবিধে ফলে পুলিশের হাতে ধরা পড়ার ভয় থাকে। কিন্তু এখন যেন খনি এলাকায় চোরেরা দুঃসাহসিক হয়ে উঠেছে, ভয় নেই সিসিটিভিরও।
নিজেদের ছবি সিসিটিভিতে উঠছে দেখেও দুঃসাহসিকভাবে ইতিমধ্যেই বহু জায়গায় চুরির ঘটনা ঘটেছে। যদিও সিসিটিভির সূত্র ধরে পুলিশ অনেকগুলি চুরির কিনারা করেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/30/whatsapp-image-2025-07-30-at-153718-2025-07-30-21-03-09.jpeg)
আবারও দুঃসাহসিকভাবে চুরির ঘটনা ঘটলো অন্ডালের কাজড়া মোড়ের ব্রিজ সংলগ্ন এলাকার বাজারের দোকানে। মঙ্গলবার গভীর রাতে দোকানের অ্যাডবেস্টার ভেঙে দোকানের সর্বোচ্চ চুরি করে নিয়ে চম্পট দেয় চোরের দল। প্রত্যেক দিনের মত বুধবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিকের চক্ষু চড়কগাছ। দোকানের সমস্ত কিছুই চারিদিকে ছড়ানো ছিটানো, দোকানের ক্যাশ বাক্স ভাঙ্গা। চুরি গেছে নগদ মোটা অঙ্কের টাকা সমেত দোকানের দামী আসবাবপত্র বলে জানান দোকান মালিক।
ঘটনার খবর দেওয়া হয় অন্ডাল থানায়। অন্ডাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়েঅ দেখা হচ্ছে দোকানের সিসিটিভি ফুটেজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us