স্ত্রীর প্রথম পক্ষের মেয়েকে কু-প্রস্তাব সৎ বাবার, স্থান হল শ্রীঘরে

কোথায় হল এই কাণ্ড?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-08 at 1.57.53 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: স্ত্রীর প্রথম পক্ষের মেয়েকে কু-প্রস্তাবের অভিযোগে শ্রীঘরে বাবা। বিজেপি করায় কটাক্ষ তৃণমূলের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ঝাপড়য়াড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা দেবেন্দ্র ঘড়ার প্রথম পক্ষের স্ত্রী মারা গিয়েছে। পরে পুনরায় সে বিয়ে করে। প্রথম পক্ষের স্ত্রীর দুই প্রাপ্ত বয়স্ক কন্যা রয়েছে। অভিযোগ, সেই কন্যাদের বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিত দেবেন্দ্র ঘড়া। অবশেষে সেই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় মেয়েদের ওপর অত্যাচার চালাত দেবেন্দ্র ঘড়া এমনটাই দাবি উঠছে। নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে সবং থানার পুলিশের দ্বারস্থ হয় দুই মেয়ে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। আর তদন্তে নেমেই দেবেন্দ্র ঘড়াকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হবে বলে নিয়ে যাওয়া হয়। আর এদিকে এই ঘটনায় দেবেন্দ্র গ্রেফতার হতেই ময়দানে নামে তৃণমূল। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স বলেন, "এই হচ্ছে বিজেপির চরিত্র। যারা নিজেদের মেয়েকেও ছাড়ে না। আমরা জানি দেবেন্দ্র দীর্ঘদিন ধরে বিজেপি করত। এটাই বিজেপি এবং বিজেপি নেতাদের কালচার। জঘন্যতম ঘটনার নিন্দা জানাচ্ছি। উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি"। 

অভিযোগ অস্বীকার বিজেপির। বিজেপি নেতা অজিত দত্তগুপ্তর দাবি ওই ব্যক্তি তৃণমূলের লোক। আর এই নিয়েই শুরু রাজনৈতিক তরজা। 

diguad

bjp tmc clash