পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ রাজ্যের মন্ত্রী

মালদায় পঞ্চায়েত ভোটের প্রচারে এসে অসুস্থ হয়ে পড়লেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কী হল হঠাৎ?

author-image
SWETA MITRA
New Update
bratya.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনেরপ্রচারেএসেদাঁতেব্যথানিয়েঅসুস্থ হয়ে পড়লেন রাজ্যেরমন্ত্রীব্রাত্যবসু (Bratya Basu)।তড়িঘড়িছুটেগেলেনডাক্তারদেখাতেমালদামেডিকেলকলেজহাসপাতালে। আজ মঙ্গলবারবন্দেভারতএক্সপ্রেসে করেমালদায়এসেপৌঁছানব্রাত্যবসু।ট্রেনথেকেনামতেইদাঁতেব্যথাঅনুভবকরেন।এরপরছুটেযানমালদামেডিকেলকলেজহাসপাতালে,সেখানেচিকিৎসকতাঁরপরীক্ষাকরেন এবং ব্রাত্য বসুকেওষুধদেওয়াহয়। 

তিনি বলেন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে দলীয় প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে কলকাতা থেকে বেরিয়েছেন। মালদা পৌঁছাতেই তার দাঁতে ব্যাথা শুরু হয়। এরপর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করিয়ে তিনি সড়ক পথে গঙ্গারামপুরের উদ্দেশ্যে রওনা দেন।