/anm-bengali/media/media_files/gl8pEfD3GvOAaMz1xH94.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ ৩৮ দিনের মাথায় প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর পরীক্ষার ফলাফল। রাজ্য জয়েন্টে ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ পরাক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।
/anm-bengali/media/post_attachments/a4df93cefbec48a93191795783cd0739e41859d04ef48a451259f36a3d82efe7.jpg)
মেধাদের এক 'এক্স' বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, '' রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই। তোমাদের আগামী দিনগুলি আরো সাফল্যমন্ডিত হোক, তোমাদের ভালো কাজ দেশের মুখ আরো উজ্জ্বল করুক - এই প্রার্থনা করি। যারা কোনো কারণে আজ সফল হতে পারোনি, তাদের বলব তোমরা মন খারাপ কোরোনা। লক্ষ্য স্থির রেখে একমনে এগিয়ে চলো। আগামীদিনে তোমরাও নিশ্চিতভাবে সাফল্য পাবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। ''
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2024
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও আমি অভিনন্দন জানাই। তোমাদের আগামী দিনগুলি আরো সাফল্যমন্ডিত হোক, তোমাদের ভালো কাজ দেশের মুখ আরো উজ্জ্বল করুক - এই প্রার্থনা করি।
যারা কোনো কারণে আজ…
/anm-bengali/media/post_attachments/fc59cfb398ed7a63cbc21c0c4b65e833c02e8690823c425e78487b1d7c044ab5.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us