/anm-bengali/media/media_files/t440mXdzlt5ql0taPHap.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে ভগবান শ্রীরামের ভক্তদের রাম মন্দিরের উদ্বোধন নিয়ে উত্তেজনা তুঙ্গে। সেই প্রসঙ্গেই এবার মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, “রাম মন্দিরের উদ্বোধন বহু বছর ধরে ভারতীয়দের আবেগ ছিল। রাম মন্দির তৈরি হচ্ছে এবং এটি একটি সত্য যে তাঁর অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেনে নেওয়া উচিত। তিনি এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন। রামের নামে তার অ্যালার্জি রয়েছে। তিনি হিন্দু বিরোধী এবং সেই কারণেই তিনি উদ্বোধনে যাচ্ছেন না।"
#WATCH Siliguri: On West Bengal CM Mamata Banerjee, state BJP Chief Sukanta Majumdar says, "The inauguration of the Ram Temple has been an emotion of the Indians for years... The Ram Temple is being constructed and it is a fact that she (WB CM Mamata Banerjee) should accept. She… pic.twitter.com/WbYNkWJeJ2
— ANI (@ANI) January 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us