/anm-bengali/media/media_files/2025/09/14/whatsapp-image-2025-09-14-at-140717-2025-09-14-21-02-54.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সালটা ছিল ২০২৩। ধর্মতলার রাজপথে মাথা ন্যাড়া করে চাকরির দাবিতে প্রতিবাদ করেছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। সেই দৃশ্য সারা বাংলায় নাড়া দিয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন পূর্ব মেদিনীপুরের মেয়ে রাসমণি পাত্র। চুলের বিসর্জন দিয়ে প্রতিবাদ জানানো সেই তরুণী আবার খবরের শিরোনামে। রবিবার ফের নতুন করে নেওয়া এসএসসি পরীক্ষায় তাঁকে বসতে দেখা গেল।
পরীক্ষার দিন ক্ষোভ উগরে দিয়ে রাসমণি বলেন, “এই কমিশনের উপর কোনও আস্থা নেই। দশ বছর আগের মতো পরীক্ষা কি আমরা দিতে পারব? বয়স নেই, পরিস্থিতি নেই, তবুও সরকার আমাদের বাধ্য করছে। আদৌ স্বচ্ছভাবে নিয়োগ হবে কি না, সন্দেহ রয়েছে"।
/anm-bengali/media/post_attachments/30c5ce18-414.png)
তিনি আরও যোগ করেন, “আমাকে ফ্রেশার হিসাবে পরীক্ষায় বসতে হচ্ছে, এটা ভীষণ লজ্জাজনক। রাতদিন এক করে বাচ্চা সামলে আজ এখানে পরীক্ষা দিতে এসেছি চাকরিটা পাওয়ার আশায়। এই চাকরিটা দশ বছর আগে টাকা দিয়ে চুরি করা হয়েছিল। আমাদের চাকরিটা ফিরিয়ে দিন”।
২০১৬ সালের নিয়োগ দুর্নীতির ঘটনায় হাজার হাজার চাকরিপ্রার্থী যেমন আশা হারিয়েছেন, রাসমণিও তাঁদেরই একজন। তবে নতুন পরীক্ষার ময়দানে নেমে তিনি ফের শপথ নিয়েছেন লড়াই চালিয়ে যাওয়ার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us