স্নান করতে নেমেই সর্বনাশ! শ্রীরামপুরে গঙ্গায় তলিয়ে গেল ৩ জন

হুগলির শ্রীরামপুরে সুরকি ঘাটে স্নান করতে নেমে গঙ্গার জোয়ারে তলিয়ে গেল দুই কিশোরী ও এক কিশোর। তল্লাশিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : রবিবার দুপুরে হুগলির শ্রীরামপুরের সুরকি ঘাটে স্নান করতে নেমে জোয়ারের টানে তলিয়ে গেল দুই কিশোরী ও এক কিশোর।

publive-image

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন কিশোর-কিশোরী মিলে ওই ঘাটে স্নান করতে নামে। আচমকা গঙ্গায় প্রবল স্রোতের টানে তিনজন জলে ডুবে যায়। বাকিরা কোনওক্রমে ফিরে আসতে পারলেও তারা নিখোঁজ হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার পুলিশ। সঙ্গে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গঙ্গায় নামানো হয় স্পিডবোট, শুরু হয় তল্লাশি অভিযান।

এখনও নিখোঁজদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত, একই সঙ্গে শোকস্তব্ধ পরিবারগুলি।