শ্রীনু নাইডু হত্যা মামলা : ঘোষিত রায়

৬ বছর আগে খুন হয়েছিল খড়গপুরের তৎকালীন ত্রাস শ্রীনু নাইডু। ৬ বছর পর পঞ্চায়েত নির্বাচনের আবহে ঘোষিত হল রায়।

author-image
Pallabi Sanyal
New Update
৫৪৬

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর  : একসময়ের খড়গপুরের ত্রাস শ্রীনু নাইডু মার্ডার কেসে অভিযুক্ত ১৩ জনকেই বেকসুর খালাস করে দিলেন বিচারক । বিচারকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সরকারি পক্ষের আইনজীবী সমর কুমার নায়েকের ।  

উল্লেখ্য  রেল শহরের একসময়ের 'ত্রাস' শ্রীনু নাইডু খুনের রায় ঘোষণা হলো দীর্ঘ ছয় বছর পর। ২০১৭ সালের ১১ জানুয়ারি বিকেলে খড়গপুরের নিউ সেটেলমেন্ট এলাকায় ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শ্রীনু। দুষ্কৃতীদের হামলায় নিহত হয় শ্রীনুর ডান হাত ধর্মা রাও। জখম  হন আরো তিনজন। ঘটনায় জড়িত সন্দেহে ওই বছরই ২৮  ফেব্রুয়ারি অন্ধপ্রদেশের তানুকা থেকে গ্রেফতার করা হয় বাসব রামবাবুকে। ঘটনার ৮৭ দিনের মাথায় চার্জশিট জমা পড়ে মেদিনীপুর আদালতে। খড়গপুরের একসময়ের রেল মাফিয়া বাসব রামবাবু সহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এই মামলায়। দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে মঙ্গলবার দুপুরে ঘোষনা হলো রেল শহরের অন্যতম মাফিয়া শ্রীনু নাইডু হত্যা মামলার রায়। এই ঘটনায় এখনো পর্যন্ত একজন পলাতক।