New Update
/anm-bengali/media/media_files/5EiwE7jpoQRRfqnhA3Dx.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ৫ দফা দাবিতে আগামী ১৫ জুন ফের বনধ ডাকল আদিবাসী সেঙ্গেল অভিযান। রবিবার ঝাড়গ্রামের একটি অতিথিশালায় সেঙ্গেল অভিযানের সর্ব ভারতীয় সভাপতি সালখান মুর্মু বনধের ঘোষণা করেন। সালখানের ৫ টি দাবির মধ্যে কুড়মিদের আদিবাসী অন্তর্ভুক্তর চক্রান্ত অন্যতম। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার একদিকে কুড়মিদের আদিবাসী করার পক্ষে রয়েছে, অপরদিকে আদিবাসীদের আরেকটি সংগঠন কে এর বিরোধিতার করতে বলছে। তিনি আরো অভিযোগ করেন, মণিপুরের মতো এই রাজ্যেও সাম্প্রদায়িক অশান্তি করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us