/anm-bengali/media/media_files/yQLEvSegNJTQlzneunfI.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সোমবার রাত নামতেই বৃষ্টির মেঘে ঢেকে যায় আকাশ। অন্ধকার নেমে আসার পর মুহূর্তেই ভিজে যায় কলকাতা ও আশপাশের এলাকা। দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ প্রবল বর্ষণে একাধিক জায়গায় তৈরি হয় জলজটের পরিস্থিতি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি ও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে। পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/JawVV47ldKk9SWILfi8k.jpg)
মৎস্যজীবীদের জন্যও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, সোমবার রাতে শহর ও শহরতলির আকাশে তৈরি হয়েছিল ‘স্কোয়াল ফ্রন্ট’। এটি এক ধরনের আবহাওয়া পরিস্থিতি, যেখানে পূর্বালী ও পশ্চিমা বাতাসের সংঘর্ষে শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়। এই ধরনের মেঘ সাধারণত প্রবল বৃষ্টিপাত ও বজ্রঝড়ের সময় দেখা যায়। ফলত হুগলিসহ একাধিক জেলায় প্রবল বর্ষণ ও বাজ পড়ার ঘটনা ঘটেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us