লোকসভা নির্বাচন: তৃণমূলের প্রতীকে ছেটানো পারফিউম! আঙুল শুঁকলেই…

প্রথম দফার ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত বাংলার একাধিক বুথ।

New Update
Sagardighi Bypoll : ভোটারদের প্রভাবিত করতে নকল EVM!

file pic

নিজস্ব সংবাদদাতাঃ প্রথম দফার ভোটের দিন সকাল থেকেই সবথেকে বেশি অভিযোগ আসছে কোচবিহার থেকে।। এবার সামনে এল অভিনব অভিযোগ। জানা গিয়েছে, আঙুলের গন্ধ শুঁকে দেখা হচ্ছে, কে কে তৃণমূলে ভোট দিলেন। এই ঘটনাটি ঘটেছে শীতলকুচির একটি বুথে।

kl

সূত্রে খবর, শীতলকুচির পেটলা নেপ্র ফোর্থ প্ল্যান প্রাথমিক স্কুলের ঘটনা নিয়ে অভিযোগ জমা পড়েছে কমিশনে। ২৬৯ ও ২৭০ নম্বর ইভিএম বক্সে কারচুপির জন্য অভিনব পন্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযোগ, ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশে পারফিউম দিয়ে রাখা হয়েছে। একটি চটচটে জিনিস রয়েছে প্রতীকের পাশে। ফলে, সেখানে ছাপ দিলেই আঙুলে গন্ধ পাওয়া যাচ্ছে। অভিযোগ, যে ভোটারের আঙুলে সেই গন্ধ পাওয়া যাচ্ছে না, তাঁদের মারধর করছে তৃণমূল কর্মীরা। এমনই অভিযোগ তুলেছে বিজেপি।

Add 1