বেপরোয়া বাইকের তাণ্ডব রুখতে স্পিড মিটার দিয়ে নজরদারি

কোথায় চলছে এই নজরদারি?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2025-06-04 at 5.05.15 PM

হরি গোষ, দুর্গাপুর: স্পিড মিটার দিয়ে নজরদারি। বেপরোয়া বাইকের তাণ্ডব রুখতে কড়া পদক্ষেপ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের। বুধবার সকাল থেকে দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের পাশের রাস্তায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশকে স্পিড মিটার দিয়ে নজরদারি করতে দেখা যায়। উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার, ওসি ট্রাফিক সন্দীপ সোম সহ ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ট্রাফিকের ডিসি বলেন, "দুর্ঘটনা রুখতে রাজ্য জুড়ে চলছে ট্রাফিকের বিশেষ নজরদারি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও ব্যতিক্রম নয়। দুর্গাপুর ট্রাফিক গার্ডের অধীনস্থ মহিলা মহাবিদ্যালয়ের সামনে রাস্তায় নজরদারি চালানো হয়। আমাদের প্রধান লক্ষ্য দুর্ঘটনা রোধ। যারা জোরে বাইক চালাচ্ছে, নিয়ম লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পিড মিটার দিয়ে আমাদের মাঝেমধ্যেই নজরদারি চলে"।

trafficdc