/anm-bengali/media/media_files/0LMmoJ7yVdWdiU9ezUVU.jpg)
FILE PIC
নিজস্ব সংবাদদাতাঃমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর ভাঙড়ে কলকাতা পুলিশের বিশেষ দল। লালবাজারের একটি প্রতিনিধি দল কলকাতা লেদার কমপ্লেক্স থানার দায়িত্ব প্রাপ্ত এসি, ডিসি পদমর্যাদার অফিসারদের নিয়ে ভাঙড় থানায় যান। সেখানে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। রয়েছেন আইরিশ বিলাল নামে একজন আইপিএস পদাধিকারী, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুণ্ডু। তাঁরা ভাঙড় ও কাশীপুর থানা এলাকার বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখবেন বলে খবর।
মনোনয়ন পর্ব জমা দেওয়া থেকে সন্ত্রাস শুরু হয়েছিল, তা নির্বাচন মিটতেও অব্যাহত। ভাঙড়ে সন্ত্রাস কমার কোনও লক্ষ্মণ নেই। নিত্য বোমা-গুলির লড়াই চলে। এমনকি ১৪৪ ধারা জারির মধ্যেও ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বারবার প্রশ্নের মুখে পড়ে ভাঙড়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ভাঙড় নিয়ে কড়া পদক্ষেপ করে প্রশাসন।
ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ভাঙড়কে নিয়ে আলাদা ডিভিশন তৈরির করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যও যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us