/anm-bengali/media/media_files/2025/05/12/7HhQ5l0GlGjBjR21f8UX.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দেশে এই মুহুর্তে যুদ্ধ পরিস্থিতি। দেশের শান্তি কামনায় তাই প্রয়োজন পুজো। আর সেই পুজোই এবার দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
বাহা মাঁঃ মাড়ে আদিবাসী সম্প্রদায়ের এক বিশেষ পুজো। মূলত শান্তি, সৌহার্দ, সুস্থতা কামনার জন্য এই পুজো করা হয় গ্রামে গ্রামে। বাহা অর্থাৎ ফুল। নতুন ফুল-ফল প্রকৃতি দেবতার উদ্দেশ্যে সমর্পন করা হয় আগে। প্রতি বছর এই পুজো করেন ঝাড়গ্রামের আদিবাসী মার্কেট কমিটি। তবে এবার শুধু নিজেদের জন্য নয়। দেশের সমস্ত সেনা জওয়ানদের জন্য তাদের এই বিশেষ পুজোর ব্যবস্থা।
/anm-bengali/media/post_attachments/b81c00dd-a90.png)
এই সম্প্রদায়ের মানুষ মারাংবুরুর কাছে পুজো নিবেদন করে দেশ রক্ষা এবং দেশের সমস্ত সেনা জওয়ানদের রক্ষার আবেদন জানান। সকালে আদিবাসী মার্কেট থেকে পুজোর উপাচার সহ বর্ণাঢ্য শোভাযাত্রা করে রাবিন্দ্রপার্কে জাহেরস্থানে উপস্থিত হন তারা। সেখানে একদিকে শালগাছ, মাটির হাতি ঘোড়া সহ একাধিক দেবতার পুজো করেন স্থানীয় মানুষরা। একই সাথে পুজোকে ঘিরে ঢোল ধামসার তালে নাচগান করেন স্থানীয় মহিলারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us