দিঘার জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমীর বিশেষ আরতি- ঘরে বসেই পুণ্যদর্শন করুন

দিঘার জগন্নাথ ধামে জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের ভিড়।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-16 9.17.28 AM

নিজস্ব সংবাদদাতা: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজ দিঘার জগন্নাথ ধাম মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধার বিশেষ পূজা ও আরতির মধ্য দিয়ে দিনভর ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়।

ভক্তরা সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন। বিভিন্ন জেলা ও রাজ্যের নানা প্রান্ত থেকে আগত মানুষ পূজা-অর্চনা, কীর্তন এবং প্রসাদ বিতরণে অংশ নেন। মন্দির প্রাঙ্গণ ভক্তিমূলক সংগীত ও নামসংকীর্তনে মুখরিত হয়ে ওঠে। জন্মাষ্টমী উপলক্ষে মন্দির চত্বর ও আশপাশের এলাকা সাজানো হয়েছে আলোকসজ্জায়। আয়োজক কমিটির পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা করা হয়েছে।