New Update
/anm-bengali/media/media_files/2025/12/10/whatsapp-image-2025-12-10-2025-12-10-16-27-42.jpeg)
নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: এসআইআরের হিয়ারিং এর জন্য প্রস্তুতি মহকুমা শাসকের তরফে। এসআইআর জমা প্রক্রিয়ার শেষে খসড়া তালিকা প্রকাশিত হবে। এরপর তালিকা নিয়ে ভোটারদের হিয়ারিং এর বিষয় থাকতে পারে। তাই এর জন্য নির্দিষ্ট স্থানে ক্যাম্পের বিষয়ে প্রস্তাব সারতে দেখা গেল ধূপগুড়ি মহকুমা শাসককে। বুধবার ধূপগুড়ি মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা ধূপগুড়ি নিয়ন্ত্রিত বাজার চত্বরে একটি ভবনের পরিদর্শন করেন। সেখানে রীতিমতো পরিস্কার পরিচ্ছন্নতার কাজ চলে পুরসভার তরফে ।এই বিষয়ে মহকুমা শাসক বলেন, "এটা মহকুমা শাসকের দফতর হিসেবে কাজ চলবে। এছাড়াও প্রপোসাল পাঠানো হয়েছে এসআইআর এর হিয়ারিং ভেন্যু হিসেবে। ধুপগুড়ি পুরসভার যে ১৬ টি ওয়ার্ড রয়েছে তার হিয়ারিং- এর জন্য এই স্থান থেকে কাজ চলবে এসআইআর সিডিউল হিসেবে। আপাতত তারই কাজ চলছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/10/whatsapp-image-2025-12-10-2025-12-10-16-27-58.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us