বাসন্তীতে নৃশংস খুন: বৌদির মুণ্ডচ্ছেদ করে কাটা মাথা হাতে রাস্তায় হাঁটল দেওর

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বৌদির মুণ্ডচ্ছেদ করে কাটা মাথা হাতে রাস্তায় হাঁটল দেওর। গ্রেপ্তার অভিযুক্ত, এলাকাজুড়ে চাঞ্চল্য।

author-image
Debapriya Sarkar
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ভরতগড়ের ৬ নম্বর এলাকায় শনিবার সকালে ঘটে গেল এক রোমহর্ষক ও নৃশংস ঘটনা। পারিবারিক বিবাদের জেরে এক যুবক নিজের বৌদিকে নৃশংসভাবে খুন করে তাঁর কাটা মাথা হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়—এই দৃশ্য দেখে চমকে ওঠে এলাকাবাসী।

Murder

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আচমকাই এলাকার রাস্তায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় বৌদির কাটা মাথা হাতে হাঁটতে দেখা যায়। মুহূর্তে চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশে খবর দিলে, বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ও পরিচয় এবং খুনের পেছনে আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক বিবাদ ছাড়াও এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Murder

ঘটনার জেরে গোটা এলাকায় শোক এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।