New Update
/anm-bengali/media/media_files/gthD801yvwBGkdbbgjup.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একের পর এক বিতর্কিত পোস্টের জন্য চর্চায় থাকেন তথাগত রায়। এবার তিনি ট্যুইটকে করে শিল্প গড়া নিয়ে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করলেন।
/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
তিনি বলেছেন, "ওঃ হো, ভুলেই গিয়েছিলাম? সেই স্পেনে গিয়ে ঘোষণা করে আসা ইস্পাত কারখানার, থুড়ি গ্রিলের ওয়ার্কশপের, কি হল ভাই সৌরভ?" তথাগত রায়ের এই ট্যুইটের পরই নেটিজেনদের অনেকেরই মনে হচ্ছে, তাহলে কি এবার সৌরভ গাঙ্গুলিকে প্রশ্নবাণে খোঁচা দিলেন তথাগত রায়।
ওঃ হো, ভুলেই গিয়েছিলাম ? সেই স্পেনে গিয়ে ঘোষণা করে আসা ইস্পাত কারখানার, থুড়ি গ্রিলের ওয়ার্কশপের, কি হল ভাই সৌরভ ? https://t.co/yrQi78HDQS
— Tathagata Roy (@tathagata2) May 19, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us