New Update
/anm-bengali/media/media_files/2024/12/27/s6XBfxiVu4Aa7THrlOCf.jpg)
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রামঃ নন্দীগ্রামের গোকুলনগর ৬ নম্বর অঞ্চল বৃন্দাবনচক দক্ষিণ বুথ নম্বর ২৫৩ এ তৃণমূল কংগ্রেসের কর্মী মহাদেব বিসাইকে গতকাল নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ উঠেছে যে, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের পিছনে রয়েছে।
/anm-bengali/media/post_attachments/74db4c88-d9c.png)
এই আবহে আজ তাঁর মরদেহ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পোস্টমর্টেম করে নন্দীগ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া আগে , মরদেহে পুষ্পমাল্য দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র।
/anm-bengali/media/post_attachments/c93bdd68-8db.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us